ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

এক সপ্তাহে দ্বিগুন কাঁচামরিচের দাম [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নিত্যপণ্যে বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুন। পেঁয়াজ, আদা, রশুনের দরও চড়া। বেড়েছে বিভিন্ন ধরণের মশলার দাম। কমেছে ইলিশের দাম। সবজির বাজার স্থিতিশীল।

রাজধানীর নিত্যপণ্যেও বাজারে কাঁচামরিচের ঝাঁঝের সাথে পাল্লা দিয়ে দ্বিগুন হয়েছে দামটাও।  

কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১শ’ ২০ টাকা। টমেটো, গাজরের দাম বাড়লেও বেগুন, করলা, পেঁপেসহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল।

দেশী পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৪৫ টাকা, আমদানী করা পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ও রশুনের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।  

চিনিসহ সব ধরণের ডালের দাম কমেছে। তবে জিরা, এলাচি ও লবঙ্গের দাম বাড়তি।

মিটিকেট, পাইজাম, নাজিরশাইলসহ সবধরণের চাল কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে। পোলাও চালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

বিক্রেতারা বলছেন, মাছের বাজারে সরবরাহ। আকার ভেদে ইলিশের হালি ২৬শ থেকে ৪ হাজার টাকা।

গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। দেশি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বাড়লেও ব্রয়লার মুরগি আগের দরেই বিক্রি হচ্ছে। 

ভিডিও: 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি